...

1 views

কবিতা: প্রতিযোগিতার বাজার ।
কবিতা: প্রতিযোগিতার বাজার

বিনা প্রতিযোগিতায়
কিই বা হয় ?
প্রতিযোগিতা প্রথম হ‌ওয়ার
প্রতিযোগিতা আগে হ‌ওয়ার
আগে পাওয়ার
পড়া লেখায়
খেলা ধূলোয়
বাকি সব যাক চুলোয়
যেমন ডাক্তার চেম্বারে
টিকিট কাউকেন্টারে
যেখানে লাইন সেখানেই
কারণ সময় সেথা বহে হুহু করে ।
অভিজ্ঞতা সঞ্চয়ের অবকাশ
চেনা জানার সাক্ষাৎ সম্ভাবনা
নতুন বন্ধু প্রাপ্তির আশা ত্যাগ করে
কেবল ঘরেই শান্তি এমন ভান করে
ঘরে ফিরে প্রাণ ভরে
পরিবার সাথে অশান্তি ও করে
হয়ত বা বন্ধন মজবুত করে!

এতদুর ঠিক ছিল
তবে শুধু নয় আমরা
পাহাড়ের ঢালেতে
বড় বড় গাছগুলোর
এভাবেই হয়ে গেছে দশাস‌ই চেহারা।

আরো আছে বলব কি?
বন্ধুটা বলেছিল ওর নাকি সিজারে জন্ম
শুভদিন পার হত আরো একটু অপেক্ষায়
সময়ের সাথে তাই প্রতিযোগিতার লড়াই
মুছে ফেলে মনুষ্য ধর্ম।

এতো আমার চোখে দেখা, পোস্টমর্টেম ঘরে
বোতল একটা দিয়ে ডোমকে বশ করে,
আগে দর্শণ ঠাকুরের! নয় বিশ্ময় ,
শুধু কটা টাকা করো ক্ষয় ।

তবে ভারি অদ্ভুত শশানে ও
শবের আগে জনকয় ভাগে
নামটা লেখানো চাই আগে
দু দন্ড আর বেশী জো নাই থাকার
এই দুনিয়ায় বাজার টা যে এখন
ভীষন প্রতিযোগিতার।
**KRN**
02.04.2024.T
Writco: 17.04.2024