...

2 views

আমার তুমি
এই যে আমার পাশাপাশি হেঁটে চলেছ প্রতিদিন।

আমিও তোমার হাত ধরে, সব ক্লন্তি ভুলে হেঁটে চলি তোমার নির্দেশিত পথে।

তোমার কাঁধে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমাদের চির প্রিয় জায়গায়।

কি অসম্ভব সুন্দর আমাদের দিন কেটে যায়।
মান অভিমান আছে তবে তা সীমিত.....

বৃষ্টিতে এক ছাতার নীচে দুজন আধভেজা হই, তবুও আমরা সাথে থাকি।

রাতের আকাশে তারাদের সুন্দর্য্য দেখি, আর পুর্ণিমার চাঁদ তো আমাদের দুজনেরই প্রিয়।

ঝগড়াও হয়, তার মেয়াদ কাল খুবই কম।
তুমিতো আবার আমার চুপ থাকা সহ্য করতে পারো না।

আমরা একে অপরের কাছে যে শান্তি খুঁজে পাই, তা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই।

আমার অসুস্থতায় দুচোখের পাতা এক না করে তুমি যেভাবে আমার মাথার কাছে বসে থাকো, যেভাবে আমার খেয়াল রাখো, এ আমার পরম সৌভাগ্য।

আমার ভালো লাগা, খারাপ লাগার দিকে যেভাবে নজর রাখো এভাবে আর কেউ রাখতে পারবে না আমি জানি।

আমরা যেন এভাবেই দুজন দুজনকে বাস্তবে ভালোবাসতে পারি। কল্পনায় তুমি এতো ভালোবাসো, বাস্তবে অন্তত আমাকে ভালো রেখো.....

✍️রিম🙂