...

3 views

প্রার্থনা
কালো মেঘের ভ্রুক্রুটিতে কেঁপে ওঠে মন,
কোথায় যেন হারিয়ে গেছে নীল সবুজের ক্ষন,
আকাশপানে চেয়ে আজি করি যে প্রার্থনা,
ফিরিয়ে দাও মোদের সেই চির শ্যামলিমা।