...

10 views

দিনমজুর
সে দৌড়ায়,সে ছোটে,
সে পরে যায় তবু থামে না।
সে ওঠে,সে খাটে,
সে ফসল ফলায় মাঠে
তবু পেটের জ্বালা জুরোয় না।
ছোট ঘরে, কষ্টে চলে সংসার
ছেলে,স্ত্রী কাঁদে তাদের পেটে খিদে
তাকে ছায়া দেয় অনাহার।
তাকে গ্রাস করে মৃত শহরের কালো
অলি গলির অন্ধকার।
সে লড়াই করে বাঁচতে চায় বারবার,
প্রাণপণে খর কুটো ধরে
চেষ্টা চালায় বাঁচবার।
অবশেষে রুগ্ন জির্ণ শরীরের
রক্ত মিশ্রিত শক্তির শেষ বিন্দু
চিৎকার করে বলে ওঠে
সময় হয়েছে! সময় হয়েছে!
দিনমজুরি করবার।
অতেপ আর বাঁচা হলো না?
সবশেষে তীক্ষ্ণ শব্দে জয়ধ্বনি দেয়
অপরাজেয় অনাহার।
© Suman