...

3 views

বৃষ্টি কন্যা
আমি ছিলাম রোদ ভরা
এক আকাশ
তুই মেঘের মতো চোখ
চোখ নিয়ে
এমন করে কেন তাকাস।
কেন তুই কলঙ্ক মাখালি আমায়।
আমার পৃথিবীটা অন্ধকার হলো তোর ভালোবাসায়‌।
তোর চোখের কাজল
আমার বুকে
ব্যথার কারুকাজ গেলো একে।
তোকে ভালবাসে,
কদম ফুল যখন হাসে
মনে মনে
গোপন দুঃখের পায়ে
হাওয়া যায় অলসীমিতে বয়ে,
ও মেঘ তোর বুকে
কত কথা জমাট হয়ে আছে?
আয় না তুই একটু আমার কাছে।
আমারোও তো তোকে অনেক কিছুই বলার আছে।
সেই কথা বলার তাড়ায়
দ্যাখ এই মনটাও খালি হাত বাড়ায়।
ফেরাস কেন তুই তাকে অবহেলায়??
তোর মেঘলা মন
কি কাঁদতে চায়?
তবে বৃষ্টি হয়ে আমার
এই বুকে নেমে আয়।
আমার মনের পুরো জমিন লিখেছি তোর নামে।
বর্ষাএ আমি পাগল যে তোর প্রেমে।
© Manab Mondal