...

2 views

কিছু মানুষ
কিছু মানুষ সময় আসে।
অসময়ে চলে যায়।
কিছু মানুষ সুখে আসে
দুঃখে চলে যায়
কিন্তু মানুষ সার্থে আসে
ব্যার্থতায় চলে যায়
কিছু মানুষ প্রয়োজনে আসে
অপ্রয়োজনে ফেলে যায়।
কিছু মানুষ দিয়ে যায় ব্যথা
রেখে যায় কথা।
কিছু মানুষ নিয়ে আসে আশা
আবার কারো দ্বারা হয় সর্বনাশা
কিছু মানুষ দেখায় সপ্ন বাঁচার
কারো দ্বারা হয় জীবন আধার।

কিছু মানুষ ভরাট ললাট আসে
শূন্য ললাটে দেয় ফাঁকি
কিছু মানুষ নিয়ে যায় সব
রাখে না কিছুই বাকি।

কিছু মানুষ হয় মিষ্টি ভাষিণী
কথায় তার মধু মাখা
কিছু মানুষ হয় অকারণ রাগিণী
রাগের মাথায় শূর্পনখা।

কিছু মানুষ নিয়ে, জীবন বাঁধায় সুর
সুরের মূর্ছনায় করে ভরপুর।
© Faraj Muhammad Johir