...

1 views

কবিতা: স্থায়ী বদলি
কবিতা: স্থায়ী বদলি

আমরা তখন ছোট
মাস্টার মশাই ছিল একটা
খুব‌ই মারকুটো।
কথায় কথায় কানটি মলা
কখনো বা নিলডাউন
দিয়ে ধাক্বা গলা।
কখনো বা আঙুল মাঝে
পেনসিলেতে, নয়ত মাথায় সোজা
দু চার গাট্টার পালা।
নিজে খেত সিগ্ৰেট
আমরা বিড়ি টানলে
গালে পড়ত দুটো নিরেট।
মাঝে মাঝে মনে হত
বদলি কেন হচ্চেনাক
বাঁচতাম আমরা শালা!
এমনি করেই বড় হলাম
বাইরে এসেও শিক্ষা নিলাম
ঘরে এলে, পাড়ারই তো ,দেখতে যেতাম।
চাকরি করি, পূজোয় বাড়ি,
মা বল্ল সুটুর ক্যানসার ,বাড়াবাড়ি
মনটা ভীষন হল ভারী।
দেখতে গেলাম,শয্যাশায়ী
গালে ফুটো,মুখে নল,পাশে স্ত্রী যত্মময়ী
তখন আমার ও অশ্রু ঝরে
'বদল‌িটা তাঁর হচ্ছে স্থায়ী'।

**KRN**
26.04.2024.T
Writco: 15.06.2024
© Don't KR