...

2 views

MemoryGarden (কবিতা: স্ম‌ৃতির বাগান)।
#MemoryGarden
(কবিতা: স্ম‌ৃতির বাগান।)

হারিয়ে গেল কোথায় সেসব
ছোট্ট বেলার বৈভব
সাজানো গোছানো ছিলনা'ক
তবু বিশেষ ছিল সৌরভ।

বড় দরজার মাথার উপর
মাধবীলতার স্বাগত করণ
উঠানেতে শিউলি ফুলের
ছড়িয়ে পড়ার মাতন।

কাঁঠালি চাপা কোনের দিকে
সুগন্ধ ছড়ায় চারিদিকে
আর এক কোনে জবা গাছের
লালিমা ভরে সারা উঠানটাকে।

কাঞ্চন এর শুভ্র বসনে
টগর সাথে মাখামাখি
জ্যোৎস্না রাতে হাওয়ার দোলে
রাখে যেন সাক্ষী।

আর এক কোনে গন্ধরাজ
বলে যেন আমায় দ্যাখ
তুলসী তলায় বেলী হাসে
খ্যাক খ্যাক খ্যাক।

ওহো ভূলে গেছি ভীষণ ভাবে
গোলাপ বাবুর কথা
হাত ধোয়ার নালার পাশে
ছড়ায় সুগন্ধের ব্যাথা।

প্রতিদিন জল খাওয়ানোর
ছিলনাক ঝক্কি
তবু দিত গাছভরা ফুল
দিতনা তো ফাঁকি।

আজকে বাগান সাজানো খুব
ছোট্টো ব্যালকনিতে
নাম গুলি সব বিদেশ ধারায়
যেন যায় গুলিয়ে তাইতে।

জারবেরা ক্যালেন্ডুলা ড্যাফোডিল পিটুনিয়া
সুগন্ধ হীন তবে আঁখি মন হরণীয়া
প্রতিদিন ভালবাসার জল চায় বিনিময়ে
আরো আছে , কসমস ক্যামেলিয়া।

আমার ছোট্ট ফ্ল্যাটের মাঝেতে
এর বেশী বাগ পাওয়া
এর বেশী সুরভিত হ‌ওয়া
ভাবা কি যায় কোন স্বপ্নেতে?
**KRN**
26.06.2024.T
Writco: 26.06.2024 rg
#MemoryGarden 25.06.2024
© Don't KR