...

1 views

কবিতা: উৎসবের স্বতঃস্ফূর্ততা।
কবিতা: উৎসবের স্বতঃস্ফূর্ততা।

খাওয়াতে চাও ?
নিমন্ত্রন করো অতি সন্তর্পনে,
বক্তৃতা শোনাতে চাও?
বার বার মনে করাও
মাইকে ঘুরেঘুরে
তাও নিশ্চিত নয় ,
সামাজিক সার্বজনীন কাজ
দিচ্ছ ডাক- বাড়াতে হাত ?
অনেক অজুহাত।
ভোট চাও ?
তোষামোদ করো
নয়তো ভয় দেখাও।

উৎসব!
ক্যালেন্ডারে র লেখাই সব ,
দলে দলে সপিং মলে
সময়ে স্নান‌ সময়ে ভজন
দরকারে মিথ্যা বলে আগাম
অফিসে ছুটির আবেদন,
সফল বানাতে উৎসব, নাচন কোদন
যেমন টি বসন্তে বৃক্ষশাখে উন্মাদন
যার যা সম্বল ফল পাতা ফুল
আয়োজন ক'রে বিপুল
একসাথে মানায় উৎসব
ভাসে আনন্দে আমূল।
**KRN**
10.04.2024.R
Writco: 29.04.2024