...

5 views

আজ রাতে কোনো জোনাকি নেই
আজ রাতে কোনো জোনাকি নেই,
চাঁদের অপেক্ষায় নেই শহরটাও,
কালো ভেলভেটে মোড়া প্রকৃতি দেখে
ছন্দ খোঁজেনা আর কবিতার খাতা।
যে কালো নদী বয়ে চলে যায়
না ফেরার প্রত্যয়ে,
চাঁদের অপেক্ষায় নেই আজ সে-ও!

আজ রাতে কোনো জোনাকি নেই,
হাহাকার করেনা আজ ঝিঁঝিঁ-রা,
ইট-ক্ষয়া পথটা তবু দিব্যি আছে
গোরস্থানের দেয়ালটা পাশে নিয়ে!

আজ সে পথ চায় না জোনাকি,
চায় না সেদ্ধ ধানের মুছে যাওয়া ঘ্রাণ,
চায় শুধু কুয়াশারা জড়িয়ে ধরুক
আঁধার রাতের মতো,
আর স্মৃতির প্রেতেরা কেঁদে বেড়াক
চার দেয়ালের ভিড়ে।

আজ রাতে তাই কোনো জোনাকি নেই,
নেই স্বপ্ন নামের ভাঙা কাঁচের গুঁড়ো।

© M. Saleh