...

2 views

কষ্ট বুঝি না
আমরা গাছ থেকে ফুল তুলি
অথচ গাছের কষ্ট বুঝি না।

আমরা মাটি খুঁড়ে খনিজ সম্পদ তুলি
অথচ মাটির কষ্ট বুঝি না।

আমরা পাহাড়ের মাথায় চড়তে ভালোবাসি
অথচ পাহাড়ের কষ্ট বুঝি না।

আমরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসি
অথচ মেঘের কষ্ট বুঝি না।

আমরা দুঃখে কাঁদি
অথচ চোখের কষ্ট বুঝি না।

আমরা খাঁচায় বন্দি পাখির ডাক শুনতে ভালোবাসি
অথচ পাখির কষ্ট বুঝি না।

আমরা ভগবানকে হৃদয়ে না খুঁজে মন্দিরে খুঁজতে যাই
অথচ ভগবানের কষ্ট বুঝি না।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী


© arghyadeepchakraborty

Related Stories