...

2 views

কবিতা: হতাশকাল!
কবিতা: হতাশকাল!

না রুস না ইউক্রেন
না গাজা না ইজরায়েল
কেউ শোনেনা
'যুদ্ধনয় শান্তি চায়' জংধরা বানী
কেউ পড়বেনা আমার ক্ষুদে
এই কবিতা তাও আমি জানি
তবু লিখি জীবনের আনচানি,
এখানে কি সবাই ফেল?
একি সময়ের মার
একি তবে হতাশকাল!

জীবন যাপন এর রসায়ন শেখানো
আধ্যাত্মিক গুরু
ভেতরের কারিগরী শেখানো মহাগুরু
আবার ইউ টিউব, ইন্সটাগ্রাম এর বিশ্বগুরু
কারোর কোন মন্ত্র কাজ করেনা
ক্ষমতাধরদের কাছে
পৃথিবীর সম্পদ নষ্টকারী
দুষণ সৃষ্টি কারী
বিশ্বাস ভঙ্গকারী
দুস্কৃতিদের কাছে
কেউ আর যুদ্ধের আগুনে
আসছেনা ফিনিক্স অশোক,
আরো বিশ্ময় বিশ্বময়
বিশেষত বাংলা , প্রিয় কলকাতা প্রাণময়
তারা ও আজ আপনার
ছোট ছোট রণে অক্লান্ত কেবল
না কি জীবনযুদ্ধে বিভ্রান্ত?
তাদের পতাকার কোথায় সে ঢেউ
যারা বর্ষা না হলে ও
পথের মিছিলে আনতো বন্যা
তাদের আর নেই কি কেউ,
তারাও কি আজ বিফল !
একি সময়ের মার
একি তবে হতাশকাল!

এখানে কৃষ্ণ সেজে বসে থাকা
গুতেরাস ভাই
জানি কৃষ্ণ পারেনি যুদ্ধ ঠেকাতে
তুমি ও পারবেনা তাই
তবুও তো সে চেষ্টা করেছিল
লাগাম টানার
দুর্যোধনের লালসায়
তোমার সে প্রয়াস কোথায়?
তুমি কি চিনেছিলে
দুর্যোধন কে ,
কে কাঁদছিল ব্যাথায় ?
সেও নাহয় গেল
যুদ্ধ ও শুরু হল
শুধু কৌরব পান্ডব নয়
আমি তুমি,
গোটা পৃথিবীর ধ্বংস
যে হয়েছে শুরু
তুমি কি এখনো বুঝতে বেসামাল?
একি সময়ের মার
একি তবে হতাশকাল!
তবে আমি আজো মানি
একাল সেকাল ত্রিকাল ছাড়াও
আছে আর এক কাল
সব কাল হারি মহাকাল
তারো আগে আছে
এক ছোট্ট সকাল।
**KRN**
15.06.2024. T
Writco: 16.06.2024.(পয়লা আষাড় 1431)
© Don't KR