লেখালেখি আমার স্বপ্ন,গান আমার ভালো থাকার ঔষধ,আবৃত্তি আমার বেঁচে থাকার সঙ্গী,অঙ্কন আমি ভালোবেসে করি।পড়াশোনা সে আমার প্রিয় সখী আমার সুখ দুঃখ সবেতেই সাধ দেয়।
কবিতাকে বলা হয় শুদ্ধতম শিল্প।কবিতার অক্ষরের গাঁয়ে আঁচড় লাগলে কখনো সে আপ্লুত হয়,কখনো বা রক্তাক্ত,কখনো ভীত,কখনো বা আনন্দিত হয় কবিতাজগৎ।