ভেদাভেদের চক্র
কর্তাবাবু এই মাসে দুশো টাকা বাড়িয়ে দেবেন?কিরে রানু কিছুদিন আগেই মাইনের একশো টাকা বাড়িয়ে দিলাম তোর দেখছি দিন দিন চাহিদা মেটে না,এক টাকাও বাড়তি দেওয়া হবে না।গিন্নি মা ছেলের পরীক্ষার ফ্রম ফিলাপের জন্যে দরকার।তোর ছেলে কি করবে পড়াশোনা করে?ওসব পড়ালেখা বন্ধ করে ছেলেকে কাজে দে তবে দু-বেলা অন্তত ডাল ভাত খেতে পারবি।নুন আনতে পান্তা ফুরোয় সেই ঘরের ছেলেকে পড়াশোনা করাবে!রানু বাড়ি ফিরে গিয়ে ছেলের সব বই খাতা ফেলে দেয় ছেলে বাঁধা দিতেই মা বুকে কষ্ট জমিয়ে বলে গরীব ঘরের সন্তানের স্বপ্ন দেখা...