...

4 views

~~রংধনু পর্বত...
রংধনু পর্বত

চীনের গানসু প্রদেশের ঝাংগায়ে অবস্থিত পৃথিবীর এই বিস্ময়কর পর্বত। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল রং দেখে মনে হবে যেন রংতুলিতে আঁকা। ভূবিজ্ঞানীদের মতে, ৫ কোটি ৫ লক্ষ বছর আগে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে এই পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে। পর্বতশ্রেণীটি মূলত বেলে পাথর ও পলি পাথর দিয়ে তৈরি। বিজ্ঞানীদের মতে, আয়রন অক্সাইড, আয়ন সালফাইড, ক্লোরাইটসের মতো খনিজের মিশ্রণের ফলেই পাহাড়ের গায়ে এমন রঙের বাহার। ক্রমাগত বাতাস ও ক্ষয়ের ফলে পর্বতটি তার নিজস্ব এই স্বতন্ত্র রুপ ও আকার ধারণ করেছে। ইউনেসকো ২০১০ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে।
© All Rights Reserved
writer : rihab md