ধূসর কষ্ট
আজ বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা জল পৃথিবী কে করছে স্নাত,
আমার বুকের মাঝে বইছে যেন সেই শ্রাবণ ধারা,
এমন একটি দিনে যদি তুমি থাকতে আমার পাশে,
হাতে হাত রেখে বলতাম চলে যেওনা কখনো দুরে,
করে দিয়েছো একেলা মোন ভেঙে টুকরো কাচের মতো পড়ে আছে,
দুঃখের বিষাদ ধূসর কালো ছড়িয়ে আছে আমার...
আমার বুকের মাঝে বইছে যেন সেই শ্রাবণ ধারা,
এমন একটি দিনে যদি তুমি থাকতে আমার পাশে,
হাতে হাত রেখে বলতাম চলে যেওনা কখনো দুরে,
করে দিয়েছো একেলা মোন ভেঙে টুকরো কাচের মতো পড়ে আছে,
দুঃখের বিষাদ ধূসর কালো ছড়িয়ে আছে আমার...