...

1 views

ধূসর কষ্ট
আজ বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা জল পৃথিবী কে করছে স্নাত,
আমার বুকের মাঝে বইছে যেন সেই শ্রাবণ ধারা,
এমন একটি দিনে যদি তুমি থাকতে আমার পাশে,
হাতে হাত রেখে বলতাম চলে যেওনা কখনো দুরে,
করে দিয়েছো একেলা মোন ভেঙে টুকরো কাচের মতো পড়ে আছে,
দুঃখের বিষাদ ধূসর কালো ছড়িয়ে আছে আমার অন্তরায়,
জানি এ ব্যথা সে ব্যথা যা কখনো সেরে ওঠে না,
হৃদয় মাঝে কল্পনা করি আনন্দের সেই দিনগুলো,
একাকীত্ব স্তব্ধ নীরবতা এবং নিঃশব্দ নিশ্চুপ রাত এইতো আমার সাথী,
বিশাল সমুদ্র কে জিজ্ঞেস করি আমার এই বিষাদের শেষ কোথায়,
আকাশের দিকে তাকিয়ে ভাবি অনন্ত এই একাকীত্ব আমার,
নীলিমার নীলরঙে রাঙিয়ে হৃদয়ের কষ্টগুলো আজ গাড় নীল হয়েছে,
দিগন্তের কিনারায় হারিয়ে গেছে তোমার দেওয়া সব আশা ,
কোথাও নেই কোনো ভালোবাসা মিথ্যে আশ্বাস আর মরীচিকা রয় ,
যখন জোছনার আলো আমার অন্ধকার কে করতে চায় আলোকিত,
অন্ধকারের কালো চাদরে আমি নিজেকে ঢেকে নেই বারংবার,
এমন ছন্নছাড়া এই আমি আজ খুবই একা - একা আমার পৃথিবী ,
বিষাদের এই বিবর্ণ সময় তোমার স্মৃতি ছাড়া কেউ রঙিন করতে পারেনি,
জানি তুমি ফিরে আসতে পারবে না
জানি আর কখনো দেখা হবে না,
চিরবিদায় হে সঙ্গিনী তোমার কবরের পাশে দাঁড়িয়ে,
আজো আমি নীরবে ফোটা-ফোটা চোখের জল ফেলি।






© নাজমুস সাকিব অনিক