বাহা উৎসব
"বাহা পূজা"
সাঁওতালদের জনপ্রিয় উৎসব "বাহা বঙ্গা"। সাঁওতাল শব্দ অনুযায়ী "বাহা" অর্থাৎ "ফুল" এবং "বঙ্গা" অর্থাৎ "দেবী"। তিন দিন ব্যাপী হয়। প্রথম দিন হয়, উম্ মাহা, দ্বিতীয় দিন হয় সারদি মাহা এবং তৃতীয় দিন হয় জালে মাহা।
বাহা পূজার আগে সাঁওতালি মেয়েরা নতুন ফুল খোঁপায় দেয় না। সাঁওতালি সংস্কৃতিতে ফাল্গুন মাস থেকে তাদের নতুন বছরের সূচনা ধরা হয়। ফাল্গুনের পূর্ণিমা থেকে চৈত্রের পূর্ণিমার আগ পর্যন্ত প্রতিটা সাঁওতাল গ্রামে এই উৎসব পূজা হয়। সাঁওতালদের দেবতা বোঙ্গা জাহের , মারাং বুরু, ধরম গঁসাই এবং পূর্বপুরুষ মঁড়ে ক, তুরুই ক এবং গঁসাই এরা'র উদ্দেশ্যে "বাহা পূজা" করা হয়।
এই বাহা পূজাতে ব্যবহৃত হয় : পান পাতা, সুপারি, কলা, শাল পাতা, শাল ফুল, মাটির হাঁড়ি, বাতাসা, সিঁদুর, আগরবাতি,...
সাঁওতালদের জনপ্রিয় উৎসব "বাহা বঙ্গা"। সাঁওতাল শব্দ অনুযায়ী "বাহা" অর্থাৎ "ফুল" এবং "বঙ্গা" অর্থাৎ "দেবী"। তিন দিন ব্যাপী হয়। প্রথম দিন হয়, উম্ মাহা, দ্বিতীয় দিন হয় সারদি মাহা এবং তৃতীয় দিন হয় জালে মাহা।
বাহা পূজার আগে সাঁওতালি মেয়েরা নতুন ফুল খোঁপায় দেয় না। সাঁওতালি সংস্কৃতিতে ফাল্গুন মাস থেকে তাদের নতুন বছরের সূচনা ধরা হয়। ফাল্গুনের পূর্ণিমা থেকে চৈত্রের পূর্ণিমার আগ পর্যন্ত প্রতিটা সাঁওতাল গ্রামে এই উৎসব পূজা হয়। সাঁওতালদের দেবতা বোঙ্গা জাহের , মারাং বুরু, ধরম গঁসাই এবং পূর্বপুরুষ মঁড়ে ক, তুরুই ক এবং গঁসাই এরা'র উদ্দেশ্যে "বাহা পূজা" করা হয়।
এই বাহা পূজাতে ব্যবহৃত হয় : পান পাতা, সুপারি, কলা, শাল পাতা, শাল ফুল, মাটির হাঁড়ি, বাতাসা, সিঁদুর, আগরবাতি,...