...

5 views

পথপ্রদর্শক
তুমি,
অন্ধকারে জোনাকির আলো
তুমি,
অপার পারাবারের মাঝে পথহারা
নাবিকের আশা
তুমি,
দিনান্তে অবসন্ন মনে এনে দিতে পারো উচ্ছ্বাস
বাবা,
তুমি হৃদমাঝারের গভীর সুপ্ত ভালোবাসা।

মা দেখিয়েছে পৃথিবীর আলো,
তুমি চিনিয়েছো পৃথিবীকে
আলোকবর্ষ দূরের নক্ষত্রকে খুঁজে চলেছি
তোমার হাত ধরে‌।

অনেক শাসন, শত অভিমানের মাঝে
তুমি, আগলে রেখেছো অদৃশ্য ভালোবাসার পরশে।
© মনের মানুষ