...

10 views

সব ভুলে যাই
সব ভুলে যাই



থেকে থেকে এই যে অবহেলা, অরুচি আমাতে,
সোজাসাপ্টা বলে দিতে পারো,
হাত ছাড়ি আলগা করে।
শক্ত বাধন সরস করি,
আপন হাতে।
অযথা রেখেছি, তোমার হাতে ধরে,
শক্তবাধুনীর গিট খুলে দেই৷
মুক্ত করে দেই আকাশ  পানে,
ডানা মেলে ধর বিহংগ হও,
মেঘের বুকে  রং মেখে নাও,
চোখে মুখে ঠোঁটে সবখানে।
সোজাসাপ্টা বলে দাও।
এক্ষনে।
এই যে মাঝে মাঝে লোভ দেখাও,
আস্তিন টেনে ধরে,
টলমল চোখে তাকাও,
কেন তাকাও?
আমার নয়ন পরে?
পিছনের সব অনাদর, অযত্ন ভুলে যাই,
সহসাই,
ছোপধরা সব অভিমানের দাগ,
এক আকাশ অবহেলা থাক।
তোমার চোখের রশ্মি যখন,
আমার চোখে আঁচড়ে পড়ে।
সব ভুলে যাই এমন করে।
তোমার চোখের জল যখন,
গাল ছুতে পথ ধরে।


২৬/১/২০২০


© All Rights Reserved