...

3 views

শেষ বেলা
আজ বেলা শেষে,
আমার যাওয়ার বেলা শুরু...
আর থামিয়ে রেখো না আমায় ,
দাও বিদায় এর সময় টুকু ...
অনেক তো পেলাম এই জীবন থেকে,
দেখি এবার কি নিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যু ...
আজ বেলা শেষে,
আমার যাওয়ার বেলা শুরু.......
সকাল সন্ধ্যা প্রেমে রাঙা,
পৃথিবীটা মোটেও বেরঙিন নয়,
আলতো দুপুরের ছোঁয়া,
যেন সব ব্যথা সরিয়ে দেয়...
সব কিছু যেনো কত ভাল লাগছে,
আজ এই যাওয়ার বেলায়...
কত লাঞ্ছনা দিয়েছে তোমায়,
হে জীবন!!!
এবার তোমায় বিদায়...
তুমি রূপকথার কাহিনী ছিলে,
আমি অবুঝ,
বুঝতে পারিনি তোমায়.......
ক্ষমা করো আমায়,
দাও এবার যাওয়ার আজ্ঞা টুকু,
আজ বেলা শেষে,
আমার যাওয়ার বেলা শুরু....