...

15 views

“অস্তিত্ব”
অস্তিত্ব
*******

বৃশ্চিকদংশনের মতো ক্ষত আমার শরীরের
প্রতিটা অণু-পরমাণু জুড়ে,
অনন্ত দুঃখের সাগর সেঁচেও মুক্তো ওঠে না,
আসলে সবই তো গরল—
এ জীবন, সময়, অস্তিত্ব, স্নেহ, প্রেম—সবকিছুই!
বেনামী হাটের নীলামে চড়ার মতো একটুকরো জীবন...
জীবন, নাকি আলেয়া?
আমার রক্তকণাও দামাল হয়ে ওঠে প্রতিশোধের নেশায়;
দিগ্বিদিক হাহাকারেও আশায় বাঁধি বুক,
একদিন ফিনিক্সের মতোই খুঁজে নেবো সুখ!

©কৌস্তভ মণ্ডল™
®All rights reserved.
6 June 2021 ; Sunday ; 9-52 am.
© The Prodigal Son