...

1 views

যা কিছু চাওয়া
মুখে যতই বলি একা থাকা আনন্দের। কিন্তু একা থাকা অতোটাও সুখের নয় আমরা সেটা এক সময় বুঝতে পারি। একটা সময় এই একলা জীবনটা বড্ড একঘেয়ে লাগবেই।

যে পথে দীর্ঘ দিন একা হেঁটে এসেছি সেই পথেই আরেকজন পাশাপাশি হাত ধরে হেঁটে চলার সঙ্গীর প্রয়োজন অনুভব হয়।

মাঝে মাঝে মনে হবে এই একলা জীবন ছেড়ে কারোর হাত ধরে রাস্তা পার হই। কারোর কাঁধে মাথা রেখে মনের কথা বলে যাই দুটো মানুষ।
সকালের এলার্মটা ঘুম ভাঙানোর সঙ্গী না হয়ে একজন মানুষ থাকুক, যে সেই সময়ে আমাকে জাগাতে ব্যস্ত হবে। কেউ একজন থাকুক যে কখনো কখনো হুটহাট জানতে চাইবে আমি কেমন আছি, শরীর কেমন আছে, আমার মন খারাপ কিনা, সময় মতো খাওয়ার খাই কিনা।

মাঝে মাঝে একাকিত্ব আর ভালো লাগে না। আমার কোনো দাবি থাকবে না শুধু কেউ একজন এমনিই পাশে থাকুক।

আবার কখনো মনে হয় কেউ রেখে দিক আমাকে তার কাছে সারা জীবনের জন্য। সেও সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে থেকে যাবে শেষ দিন অবধি।

অথচ দেখো এ বিশাল পৃথিবীতে এত মানুষের ভিড় তবুও একজন থেকে যাওয়ার মানুষের ভীষণ অভাব!!!

✍️রিম🙂