...

10 views

বৃষ্টি তুমি…
বৃষ্টি, তুমি কথা দিয়েছিলে -
দেখতে পাবো তোমায় ভেজা চুলে;
তাই, সকাল থেকে হোয়াটসঅ্যাপ-এ চোখ,
হারিয়ে গিয়েছে বাস্তব - ঘড়ি ভুলে।
হঠাৎ চেঁচায় অ্যালার্ম হরবোলা -
হঠাৎ আবার সম্বিত ফিরে পাই,
ঘড়ির কাঁটা বলছে আটটা-পাঁচ
অবসর বলে - কবিতা, চলো পালাই।
আকাশ তখনও কালো, মেঘ ডাকে,
বিদ্যুৎ শিরা আঁকিবুকি কেটে যায়।
আমিতো তখন অফিসের রাস্তায়,
তবুও ভাবছি কখন পাবো তোমায়।
এর পরে, সাইট জীবন শুরু
কংক্রিট ভরি এই পৃথ্বীর বুকে-
রোজ ট্রেন্ডিং জেসিবির খোড়াখুঁড়ি,
সারাদিনের নিস্তব্ধতা গেছে চুকে।
ক্লান্ত শরীর এবার ফিরছে বাড়ি-
অপরাধবোধ কুড়ে কুড়ে খায় তাকে,
সব ভুলে যেতে মদ চুঁ'য়ে পড়ে গ্লাসে
অলীক নেশায় সব ভুলিয়ে রাখে।
বৃষ্টি, তুমি রাত্রে এসেছিলে-
তখন আমি মৃত, অন্য লোকে
বৃষ্টি, তুমি রাত্রে এসেছিলে-
ছুঁয়ে তাই দেখতে পারিনি তোকে।
সকাল হতেই আধেক ভাঙ্গা ঘুমে
কুয়াশা ভরে আকাশ গেছে ছেয়ে
বৃষ্টি, তুমি রাত্রে এসেছিলে-
আমিতো তখন গভীর স্বপ্নে ঘুমিয়ে।

© জিপ্`সি
১৩ই ডিসেম্বর, ২০১৯