...

12 views

একদিন প্রতিদিন ।

একদিন-
আলতা পায়ে লাজুক নতুন বউটা
অচেনা নিয়ম মেনে, জীবন্ত মাছ ধরে
শ্বশুর বাড়ির মন জয়ের বৃথা চেষ্টা করতে করতে
দুধ উপচানো ভরা সংসারের
পুরনো তুলসি গাছটার মাটিটাকে
ভালোবেসে ফেলল।

সেদিন-
কোল ভরা গর্বিত মা
আকাঙ্ক্ষিত...