...

1 views

অভিমান
আচ্ছা অনি একতরফা ভালোবাসা হয়, কিন্তু এই ভালোবাসায় অভিমান হয় ? আমার জানা নেই! আমার তোমার ওপর অভিমান হয়েছে, ভীষণ অভিমান।
তুমি হয়তো ভাবছো আমার কাছে তোমার গুরুত্ব কমছে। না! তা একদমই নয় বরং তোমার প্রতি আমার অভিমান দিন দিন বাড়ছে। তার পরিমাণ এতটাই যে তুমি ছাড়া আমার একার দ্বারায় এ মান ভাঙানো সম্ভব নয়।

আগে কতবার তোমার ওপর রাগ হয়েছে, তোমার খারাপ ব্যবহারে কষ্ট পেয়েছি। আবার নিজেই নিজেকে ঠিক সামলে নিয়েছি। তবে ইদানীং কেন এতো অভিমান হয়, কি হয়েছে আমি জানি না।

তুমি অন্যের সাথে বেশি কথা বললে আমার অসস্থি হয়, তোমাকে অন্যের দিকে তাকাতে দেখলে আমার কেমন খারাপ লাগে। শুধু মনে হয় যা আমার তা আমারই তার থেকে এক শতাংশও ভাগ আমি করবো না ।

তোমার কাছে আমার গুরুত্ব যদি এতটুকুও থেকে থাকে, তাহলে খেয়াল করে দেখবে আজকাল তোমার সাথে খুব মেপে কথা বলি। ঠিক যতটুকু না বললেই নয় ।
আমি জানি এতো ভাবার সময় তোমার নেই, আমাকে কখনো ভাবোই না হয়তো তবুও।

আমি না ভীষণ ভাবে চাই জানো অনি একদিন তোমার এই পুরানো বকবকিয়ে আমিটার অভাব বোধ হোক। আমার প্রান ভরা হাসিটা আবার দেখার জন্য তুমি ছটফট করো। হতে পারে আমরা দুজনের খুব কাছের হয়ে উঠতে পারিনি। তবে আমদের মধ্যে যে একটা দূরত্বের দেওয়াল তৈরি হয়েছে সেটার জন্য তোমারও মন খারাপ হোক ।
আমি তোমাকে কষ্টে দেখতে পারবোনা। তবে চাই আমার তোমার থেকে এভাবে একটু একটু করে সরে যাওয়া মাঝরাতে তোমার চোখ ভেজাক।
ব্যস এটুকুর জন্য আমি অপেক্ষা করে আছি। তবে খেয়াল রেখো খুব দেরি না হয়ে যায়। সময় এতোটাই না বয়ে যায় যে আমি থাকতে না পেরে চলে যাই বহু দূর, এই শহর ছেড়ে, তোমাকে ছেড়ে, এই দুনিয়া.... সময় থাকতে তুমি বুঝবে তো? তোমাকে শেষ একবার জড়িয়ে না ধরে আমি যে শান্তিতে ঐ দূরে হারিয়ে যেতেও পারবোনা অনি !
আমি শুধু চাই তুমি আমাকে বোঝ। হারিয়ে যাওয়ার আগেই বোঝ !

ভীষণ অস্থির হয়ে অধিকার দেখিয়ে আমার এরুপ আচরণের কারণ জানতে চেষ্টা করো। তুমি আমার অভিমানের কারণ জানতে চাইবে অনিরুদ্ধ ?....

✍️রিম🙂