...

3 views

ভয় হয় মানুষের ভীড়ে
আমি বুঝিনা যখনই কোন খারাপ ঘটে যাওয়া ঘটনা অতি কষ্টে সামলে নিয়ে জীবনটা গুছিয়ে তুলি একটু একটু করে, ঠিক তখনই জীবনটা পুনরায় ওলোট পালোট হয়ে যায় হঠাৎ ঝড়ে। আচ্ছা এটাই কি প্রকৃতির নিয়ম ?
মাঝে মাঝে আপন মানুষগুলো কেমন পর হয়ে যায়। যাদের চাই সাথে রাখতে তারা তাদের ব্যবহারের দ্বারা বুুঝিয়ে কেউ থাকার নয়!
যাদের অনুপস্থিতি সহ্য হয়না, প্রতিটা মুহূর্ত গলায় কাঁটার মতো ফোঁটে। তারা আমাদের ছাড়া দিব্যি ভালো থাকে!
কিভাবে থাকে তারা আমার জানা নেই, বিচ্ছেদের যন্ত্রণা কি তাদের মনে দাগ কাটে না ?
জীবনে কত মানুষের হারিয়ে যাওয়া দেখেছি, চলে যাওয়া দেখেছি। প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, কাছের মানুষ সবাই এক এক করে প্রয়োজন শেষে সরে গেছে নিজের সময় মতো। তাতে দগদগে হয়ে উঠেছে আমার মনের নতুন পুরানো ক্ষত!
আমি শুধু ভাবি তাদের দিন কাটে কিভাবে ? একটা সম্পর্কে কত ভালো মন্দ মুহূর্ত থাকে। কত হাসি ঠাট্টায় দিন কাটিয়েছি এক সাথে, খারাপ সময়ে একে অপরের পাশে থাকা। সান্ত্বনা দেওয়া, তারা সব কি করে এড়িয়ে যায় ? কিভাবে ভুলে যায় সহজেই ?
আসলে থাকা, চলে যাওয়া দুটোই সবাই পারে। শুধুমাত্র আমি শিখে উঠতে পারিনি, আমি ছেড়ে যেতে পারিনা কাউকে। আমি থাকতে জেনেছি, রাখতে জেনেছি। আমিই সময়ের স্রোতে ভাসতে পারিনি! আমার ভুল, আমি পারিনি। বুঝিনি মানুষ ক্ষণিকের অতিথি মাত্র।

তাই বুঝি এখন আর কারোর সাথে নিজেকে জড়াতে মন চায়না। কেউ না থাকার অভাব বোধে কষ্ট হয়না। কেউ আমার খেয়াল রাখলে ঠিক ভালো লাগে না। কেউ অধিকার দেখালে, জোর খাটালে সহ্য হয়না। এখন কারোর প্রতি অধিকার বোধও আর জন্মায় না। কেউ ভালোবাসার দুটো কথা বললে বিশ্বাস হয়না। এখন আর সবার সাথে মিশতে ভালো লাগে না। যতটা পারি নিজের চারপাশ খালি রাখি। সাথে কেউ থাকতে চাইলে মেনে নিতে পারিনা !

আমি বুঝেছি মানুষ থাকার নয়, মানুষের ভীড় আর ভালো লাগেনা। মানুষের ভীড়ে থাকতে ভয় হয় !
✍️রিম🙂