...

9 views

জীবনটা কি?
জীবনটা কি পরীক্ষা?
বহুনির্বাচনী প্রশ্ন মালা!
আবার কখনো শূন্যস্থান পূরণ
বা কখনো প্রকারভেদ,
কখনো মিল করণ কখনো ব্যাখ্যা।
তুষ পৃথক আর নিমেষে চয়ন-
ভালো খারাপ, সাদা কালো,
সম্মান অসম্মান।
বিচারপতি‌ সমাজ বুঝি?
নাকি তোমার তোমার তোমাদের
ব্যক্তিগত স্বার্থ ?
জানি বিশ্বাস হারালেই,
ডুবে যাবে,
তুমি আমি সব্বাই এই অন্ধকারে।
অন্ধকার অনুধাবন করেছি আগেই,
তাই যাত্রা হোক আলোর উদ্দেশ্যে।
© RupkathaBhowmick