...

1 views

কবিতা: যাত্রা পথে
কবিতা: যাত্রা পথে

নিত্য ঘটনা যাত্রা পথে ট্রেনে বাসে-
জায়গা নিয়ে লড়াই ,
জায়গা পেলে ও উত্যক্ত হ‌ওয়া
সামান্য ব্যাগ পত্র রাখায় ।

জানা , সবাই যাচ্ছি বুঝি
মামা পিসি কাকা মাসি
কিংবা তীর্থ বাড়ি,
কাজের জাগা
সরকারি অফিস,
ছেলে মেয়ে কারোর ঘরে
কিংবা শ্বশুরবাড়ি।

অজানা ,
আসল যাওয়া হচ্ছে কোথায়
বালাসোর না রাঙাপানি
না রুদ্রপ্রয়াগের নদীর খাই
ঝগড়া ঝাঁটি , তাইতো লড়াই
পৌরুষ, অশান্ত হ‌ওয়ায়।

এও দেখেছি যাত্রী কেউ
উদাসীন এসব নিয়ে
মেঝের মধ্যে বসে পড়ে
পেপার খানা নেয় বিছিয়ে,
এভাবে মনুস্বত্ত্বে এগিয়ে চলে
ট্রেনের তালে দুলকিচালে
তুলে ভালবাসার ঢেউ।

তারা কি সব রাখে মনে ?
ঘটতে পারে এমন কিছু
যে কোন ক্ষণে ,
তাই কি অনীহা ঝগড়া ঝাঁটির
যেন মানুষটা তৈরী মাটির !
তাদের দেখে বাকিরা সব
বিনা দক্ষিণায় দীক্ষা নেবে কবে ,
শিখবে কবে মসৃন করা
জীবন চলা আখির?

**KRN**
18.06.2024.T
Writco: 28.06.2024
© Don't KR