...

6 views

অবুঝ ছিলে তুমি
অচেনা কোনো এক ভোরে
তুমি ডেকেছিলে.....
আমার নাম ধরে।
তোমার ডাকে সারা দেওয়া
সে তো হয়নি।
তোমার থেকে বেশিদিন দূরে থাকতে
সেটাও তো পারিনি।
অন্তরের গোপন কথা
বুঝতে হয়ে গেলো দেরি।
এবার তুমিই বলো.....
আমি এবার কী করি??...🤔❤️
© All Rights Reserved