...

0 views

যে জন প্রিয়
একজন মানুষ ভালোবাসি ভালোবাসি বলে আমার কান ভারী করতো।
আমি তার কাছে একটু যত্ন চেয়েছিলাম, সে বাতিলের খাতায় আমার নাম লিখেছিল ।
ভাবলাম বেশী চেয়েছি বোধহয়, তাই বললাম ঠিক আছে যত্ন করতে হবে না শুধু সন্মান করো।
কি ভেবে যেন সে আমায় চরিত্রহীন নাম দিল।
ভাবলাম বেশী চেয়েছি বোধ হয়, বললাম সন্মান নাইবা দিলে আমাকে আগলে রেখো। সে হাত আলগা করে দিল।
ভাবলাম বেশী চেয়েছি বোধহয়, বললাম আগলে রাখতে না পারলেও শেষ অবধি পাশে থেকো।
সে আমার থেকে মুক্তি চাইলো।
ভাবলাম বেশী চেয়েছি বোধহয়.....
তার কাছ থেকে এতো উপহার পেলাম, পাইনি শুধু নিজেকে যা হারিয়েছি মিথ্যে মায়ায়।
সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন আবশ্যক হলেও নিজের মানুষটা সবার মতো নয় বলেও যখন সবার মতোই প্রমাণিত হয় ঠিক তখনই বেঁচে থাকার আনন্দ কোথাও হারিয়ে যায়!
তবু ভালো থেকো ভালোবাসা আমার দীর্ঘশ্বাষে.....
রিম🙂✍️