...

7 views

আবির্ভাব ❤️
সেদিন রুই মাছের চোখের মতো একটা টাটকা সংস্কৃতিকে কচ্ছপের পিঠে শুইয়ে ৬ মাসের শীতঘুমে ডেকেছিলে আমাকে।বুকে তখন রডোডেনড্রনের মতো বেড়ে উঠছিল টেডিবিয়ার শিল্প,আর পেটে ঈশ্বরের আশীর্বাদ।সবটা নিয়েই এগিয়ে যাচ্ছিলাম রূপোর পালঙ্কে,কখনো বা বালুচরীতে আঁকা নৌকার পালে,আবার কখনো সখনো নারকেল ফাটা শীতল মধ্যরাতের মানচিত্রে।এই কাঁচা আবেগের আবহাওয়ায় আমি স্নান করছিলাম ভিক্টোরিয়ায়।ঠিক সেইসময় কাঁথা স্টিচের বারান্দা থেকে জন্ম নিলে তুমি....
হসন্ত নামের কোনো চরিত্রে...


© সাহিত্যের নায়াগ্রা ❤️