...

2 views

একনিষ্ঠ ❤️
মৌরির কোটোয় বন্ধ হয়ে থাকা কাক ভালোবাসার মর্ম জানে না।রূপকথায় বন্দি রাজকন্যাটারই শুধু মাছের আঁশের গন্ধে বাক্ যন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়।অ্যাকোরিয়ামে আটকে থাকা মধুসূদন মধুহীন করে চলে যায় ২০ বছরের কেবলি শান্ত মেয়েটাকে।তারপর জমে থাকা স্মৃতির পাহাড়গুলো একসময় পাখনা মেলে উড়ে যায়,ক্রমশ তার লেজ গজায়,ভাবে,কত সুন্দর ছিল সেসব দিন,পদ্মপুকুরের ইলশে মাছের কানকে ঝোলা নোলক,কনে বউয়ের আবোল তাবোল স্বপ্নের ভুঁড়ি, লাল বনের গভীরে ফোটা তিল.........
হঠাৎই দুই একটা খই ফেলে দেয় শুন্য পেটে,বড্ড বেহায়া স্বভাব তার,অষ্টপ্রহর বেনুনির প্যাঁচে অক্টোপাসের মতো মন লুকিয়ে রাখে,পলিথিনে করে সিঁদুর বাঁচিয়ে রাখার মতো নিগূঢ় কসম তার......
হয়তো পরের জন্মে চৈতন্যের আত্মায় বিলীন হয়ে যাওয়ার আশায়.....




© সাহিত্যের নায়াগ্রা ❤️