...

21 views

প্রশ্ন
একটি ছোটো শিশু হেঁটে চলেছে শহরের কোনো এক গলি ধরে।কোলে তার থেকেও একটি ছোট্টো ছেলে।সম্ভবত মেয়েটির ভাই।
গত চারদিন ধরে কিছু খাওয়া হয় নি।হাঁটতে হাঁটতে একটি মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়াল।কোলের ভাইটি আধো আধো কন্ঠে বলে উঠল,"দিদি,আজ আমরা কাবো?"
--"হ‍্যাঁ ভাই,আজ তো স্বাধীনতা দিবস,দেখছিস না চারদিকে কিরাম পতাকা,কত গান বাজছে,আজ আমরা নিশ্চয়ই খাবার পাব।"
দুজনে ঢুকল সেই দোকানে।বেশ ভিড় আজ।দোকানদারটি তাদের দেখেই চেঁচিয়ে উঠল,"তোরা আবার এসেছিস?বারন করেছি না তোদের!যা বেরো এখান থেকে।"...