...

0 views

A writing of Chirananda Majumder, Manojit Thakur
কল্পিত ভগবান বা শাস্ত্রে বর্ণিত হিন্দু তথা ব্রাহ্মণ্যবাদী ভগবান শ্রীরাম আর সুক্ষ্ম সনাতন ধর্মের উদ্গাতা ভগবান শ্রী শ্রী হরিচাঁদ সম্পূর্ণ ভিন্ন। ব্রাহ্মণ্যবাদী কুসংস্কারে আচ্ছন্ন মানুষের চেতনা বৃদ্ধির কারণে শাস্ত্রীয় ভগবানকে রূপক হিসেবে ব্যবহার করেছিলেন কবি রসরাজ তারক চন্দ্র সরকার। সুক্ষ্ম সনাতন মতু্য়া ধর্ম তথা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের ধর্ম দর্শন সঠিক অনুধাবন না করার ফলে এ ধরণের বিকৃতি যে বা যারা সৃষ্টি করছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের কাছে অনুরোধ মতুয়া ধর্ম দর্শন সম্যক জ্ঞাত হয়ে জনসমক্ষে আসুন। আর মতুয়া মাতা যে কেউ হতে পারে না। মতুয়া মাতা একমাত্র শান্তি সত্যভামা। অন্য সব ভক্ত নারী মাতা মতুয়া।
বাবা হরি গুরুচাঁদের বা হরিচাঁদ শান্তিমায়ের সিদ্ধান্তিক বিচারধারা একসঙ্গে মিলিয়ে দিয়েছেন কেন।
মতুয়া ধর্ম এক ধর্ম বিপ্লব এবং সেই বিপ্লবের নায়ক বাবা গুরুচাঁদ ঠাকুর।
বাবা হরিচাঁদ শান্তি মা
বৈষ্ণবের কুটিনাটি বিষয়ে, বাস্তবে যদি ওদের ভীতরে আরও গভীরে ঢোকা যায় তবে সেখানে থেকে কেবল পঁচা দুর্গন্ধই বেরোবে। কারণ এই বৈষ্ণবদের খুব কাছে থেকে আমি দেখেছি। কারণ আমার এক ঠাকুমা তার জীবনের মধ্য বয়সে একদিন ঘর সংসার পুত্র ছেড়ে পালিয়ে গিয়ে এক আশ্রমের গোঁসাইয়ের সঙ্গে কন্ঠিবদল করেন ।সে এক মহা তোলপাড় চলেছিল আমাদের পরিবারে। যদিও আমি তখন বেশ ছোট। কিন্তু সারা এলাকায় আমাদের পরিবার নিয়ে ছিঃ ছিঃ পড়ে যায়। যাইহোক বর্তমান সময়ে বৈষ্ণবেরা অনেকটাই কোনঠাসা অবস্থায়, কারণ মতুয়া ধর্ম দর্শন ওদের বাধ্য করেছে শুধরে নিতে। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ।

© Arka Samanta