...

5 views

খোলা চিঠি
🌼🌻🌿 খোলা চিঠি
শ্রী রাজু গরাই ১৮ই আগষ্ট ২০২৩

অন্তরা,
কেমন আছো ? ভালো আছো নিশ্চয়! আমার আমি ডুবছি ক্রমাগত অতীত আঁকড়ে, এটাই পরিচয়।
বদলে যাওয়া শহরের পথে অদৃশ্য সুখের বাঁধন শক্ত করে বেঁধেছি ভিরু মনের সৌন্দর্যে। শান্ত শিথিল নামহীন প্রেম, ব্যর্থ যৌবনে দাসত্ব করতে শুরু করলে অমাবস্যার অন্ধকার পৌষের হিমেল বাতাসের বেগে আরও একবার বিবশ হৃদয় কে নাড়িয়ে দিয়েছিল তুমি বুঝে উঠার আগেই। হারিয়ে গেলাম ব্যর্থতার অভিযোগে। রাতভোর বৃষ্টির আয়োজনে নীরব দর্শক হয়ে যখন তুমি এক স্কুল থেকে আর এক স্কুলে ভর্তি হলে, তখনই বুঝেছিলাম হয়তো এবার ফুটবে আবার কৃষ্ণচূড়া। নিরুদ্দেশ ভালোবাসা ফিরবে সময়ের রাজপ্রাসাদে। পাহাড়ি ঝর্ণার মতোই ছন্দে ছন্দে দুলতে দুলতে বয়ে যাবে আনকোরা আলোয়। সাতরঙা রামধনুর রঙে নিজেকে সাজিয়ে কোনো এক উষ্ণ রাতের শিশিরে ভিজতে ভিজতে নিষ্পলক নয়নে বলে উঠবে -
আমি আছি গো,
আমি তোমারই আছি !

মুখ ফুটে কিছু না বললেও শ্রাবণের মৌসুমি হাওয়ার মতোই অনুভবে তোমায় ছুঁয়ে যায় রোজ, একলা আকাশের নীলে বসে ভাবি মুখোমুখি আমরা দুজন ব'সে।
হঠাৎ মেঘে মেঘে সারা আকাশ ঘিরে এলে মুষলধারায় বৃষ্টি ছুটে আসবে মৃত্তিকার বুকে, হারিয়ে যাবো তখন সন্ধ্যারশ্মিরেখা মেখে তোমার বাহুতে। ওধারে জানালার কাঁচ বেয়ে প্রতিটা ফোঁটা যখন চঞ্চল, চোখের ভেতর দিয়ে আমরা স্বাদ নেবো অভি-নব প্রণয়ের।

প্রেম পরশে লিখছে গোপন কথা,
হিয়া 'র ব্যাকুলতায় ।
তৃষ্ণা জেগেছে গোপন হৃদয়ে
শরমের আকুলতায় ।
দেবতার নৈবেদ্য সাজিয়েছি
নিজ হাতে হাতে !
সংকল্প তাহার নামে,
অন্তঃকরণ দিয়েছি যে সাথে।

বিকালের গোধূলি বড়ই বিচিত্র এখন, কেবল মুখ বিবর্ণে ঝরাপাতার নীরব দর্শক সেজে রজনীর অন্ধকার দুরন্ত বাতাসের অন্তরে ক্ষোভ উগরে দেয়।
কেন এলে না !
নিজ খেয়ালের দ্বারপ্রান্তে কেবলই দুর্বল হয়ে অবস্থান করলে অভিমানে ! না বোঝার দায়িত্ব কে বুঝে নিলে স্বেচ্ছায়।

এ মায়াময় চোখে,
জ্বলছে আগুন আবেগের রেশে...
হেথায় প্রেম বারোমাস,
তবু সে ফেরেনি প্রিয়তমার বেশে !!

সুখ বিসর্জনে খুঁজে চলেছি আজও..... ফসলভরা ক্ষেত ডিঙিয়ে ভয়ঙ্কর অরণ্যের অন্তরালে, ক্ষুধার জ্বালায় নেমেছে আঁধার, তৃষ্ণায় ফেটেছে বুকের ছাতি তবুও নির্জন পাহাড়ের গা বেয়ে নেমে এসেছি দুরু দুরু বুকে মেঠো লালকাঁকুড়ের পথে....

গাছের ছায়ায় নিদ্রা অবশ করতে চাইলেও পথ পিছু ছাড়েনি। অবাধ্যের মতোই ক্লান্তিকে দূরে সরিয়ে গ্রামের পর গ্রাম অনায়াসে পাড়ি দিয়েছি। ফিরে এসেছি জীর্ণ ফাগুনের দ্বারে, নিঃস্ব রিক্ত শরীরে! কোথায় তুমি ?

কোথায় লুকালে অভিমানে, অজুহাতে 'র সাথে
স্বপ্নরাজ্য ভেসে যায়, এ হস্ত রাখিব কাহার হাতে!
অশ্রুজলেনয়ন নিরাশায়, বাজে না আর বীণা
অহমিকা হৃদয়ে তাহার বসে, বুঝিয়েছো কিনা --
অধর কাঁপে শরমে মোর, কলেবর জুড়ে ব্যথা
চোখের নালিশে নিদ্রার ছুটি, কয়নি একটিও কথা।

আজ একুশে পা দেবে তুমি, আমি জানি। হয়তো মনে আছে সে কথা,
যেদিন প্রথম হয়েছিল আমাদের দেখা....
লাল ফিতাতে বাধা খোঁপার চুল
পথে রৌদ্রালোক ।
শ্রাবণের বৃষ্টি সেদিন ভিজিয়ে ছিল হঠাৎ
গাছে গাছে ফুটন্ত অশোক ।

অন্তর থেকে তোমার জন্য একরাশ শুভ কামনা আর অফুরন্ত ভালোবাসা।

আলতো হাওয়া ছুঁয়ে যায়, ফুল কলিরা হাসে
শিশির ঝরা নদীর বাঁধনে শরৎ দুলছে কাশে
তারই মধ্যে নব সূর্যালোকে জন্মতিথি আসে ।
আশীর্বাদ ভালোবাসায় থেকো সম্মুখে পাশে ।

নীরব আখিঁর ভাষায় যে চিত্র আজও দোলা দেয়, নিদ্রায় ডুবতে দেয় না, তা কি পেরেছো ভুলতে ? ভাঙতে ভাঙতে এতটাই ভেঙেপড়েছো, কথা বলার শক্তি টুকু হারিয়ে ফেলেছো। অভিমান বড্ড দুর্বল, তাকে আর বাড়তে দিও না। ফিরে এসো নিজ অধিকারে...

নতুন ভোরের সান্নিধ্যে গড়বো নূতন জগত
হাতে হাত রেখে এগিয়ে যাবো করতে শপথ।
সুখ দুঃখে বুকচিতিয়ে দাঁড়াবো নবচেতনায়
ভালোবাসায় বুনবো সোহাগ পূর্ব নিপুণতায়।

হারিয়ে যেও না, পৃথ্বী গোলাকার। কোন এক অজানা গল্পের উপসংহারে দেখা হবে নিশ্চিত আমাদের। ভালো থেকো ।
ইতি
তোমার রাজ
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writer #writerRajuGarai #antara #Love&love #viral #latter #AntaRa