...

4 views

#উন্মুক্তজানালা (কবিতা)
#উন্মুক্তজানালা (কবিতা)

মানুষ, মানুষের সব কিছু
উন্মুক্ত ছিল বহুদিন
মনে হয় ততদিন ছিল
সবকিছু সরল, অমলিন
তারপর চড়ল লজ্জাবস্ত্র চেহারায়
আলাদা হয়ে গেল
অন্য জানোয়ারের থেকে,
চার দেয়ালে ঘেরা
ঘর ও বানাতে হল তাই।
তবে শান্তি তাতে ও নাই।
বল্ল জানালা চাই ই চাই
যাতে আমি বাইরের সব দেখতে পাই
তবে আমার টা কেউ নয় ,...