...

18 views

তোমার জানালায়
তোমার জানালায় সুরজ কিরন দেয়,
আমার আকাশে সুরজ উদিত হয় যে ভোরে,
তোমার বলা কথা গুলো মোর মোনে ডুবে থাকে,
জানলার রোদ্দুরে, তুমি কি জানো ,
তোমায় মনে পরা মুহুর্ত গুলো কাদায় আমারে
স্মৃতি গুলো আমার রোদ্দুর এ খেলা করে,
এই তো সে দিন, দুজন মিলে হাত ধরে হেটেছি,
ঐ বকুল তলার পারে নদী টা যে বয়ে গেছে তার কূল ধরে,
আজও তোমার জানালা তে বৃস্টি পরে,
বৃস্টির প্রতিটি ফোটা টুপ টাপ করে, যানি তোমার মোন কাদে,
মোনে তোমার মেঘ এর ভেলা বহে,
আমার ভুবনে বৃস্টি পরে আকাশ কেন কাদে,
আমি তোমায় আজও খুজি ঔ দখিনা জানলায় চেয়ে,
যে থায় ঔ বকুল তলার ছবি ভেসে উঠে,
মোনে পরে কি আমায় তোমার তোমাকেই ভালবেসে ছিলাম বলে,
তোমার খোপায় বেলি-জবা কি আজও আমায় ডাকে,
তোমার পায়ের সেই নুপুর কি আজও মোনে ছন্দ তোলে,
আমার সেই কালো জিন্স টা কি তোমার মনের মত আজও লাগে,
আমি আজও ভাবি তাকে এই জানালায় চেয়ে ,
দু চোখ আমার সিক্ত হয় নোনা নোনা জলে,
আমার মোন কি বুঝ মে আমি তোমায় বুঝতে পেরে।