...

2 views

গ্রীষ্মের আগমন

© প্রিয়রঞ্জন মন্ডল

হঠাৎ করে পড়ে গেল
তীব্র গরম।
বৃষ্টির দেখা নেই,
যেন গায়ে দহন জ্বালা।
লাগাতে হবে কি মলম!
হঠাৎ করে পড়ে গেল
তীব্র গরম।

সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস,
সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস,
যেন গায়ে দহন জ্বালা।
বাইরে লু বওয়ার পালা।
হঠাৎ করে পড়ে গেল
তীব্র গরম।
আর কি ভালো লাগে
চা -সিঙ্গাড়া গরম!

গ্লাস গ্লাস জল
করতে হবে পান।
তবেই ঠান্ডা হবে প্রাণ।
আর প্রাণ ঠান্ডা তো,
ঠান্ডা জীবন।
এইটাই যেন
তীব্র গরমের সাতকাহন।।