...

4 views

আত্মবীজ
যতটুকু পেয়েছি না পাওয়ার চিত্রায়নে অপ্রাপ্তি হলেও,
তারও বেশি পেয়েছি ! যা অপরিমেয় যা অসীম সবটুকু...
বিষাদ যাতনার অনলে চোখ পুড়িয়েছি অহরহ,
গেঁথেছি নির্ঘুম রাত প্রতীক্ষীয়মান বিনি সুতোয়,
তবু দেওয়া হয়নি কিছুই !! অপারগতায়,
অযুত সফেনের ফেনায় ফেনায় বিসর্জিত তারা, ফুল হয়ে ফুটতে পারেনি
বেনামী বসন্তের উদ্দীপিত শাখার দ্বিধান্বিত কন্টক বৃন্তে...
তাই শরতের ছটফটে মেঘের মতো ঘুরে আসি বারবার তোমার আকাশে,
বাতাসের কানেকানে বলি - দিতে পারো কী অন্তত ইলশেগুঁড়ির নাম !
নাইবা হলাম অবিশ্রান্ত ধারা শাওনের অনুরূপ -
আদ্যন্ত দাবদাহ প্রান্তরে, কিন্তু বিবর্ণ তৃণের আগায় দিও শিশিরের ডাকনাম !
শুধু এটুকুই আবদার ; জানি জানি পারবে না তাও,
থেকে যাবে আমার ফিরে দেওয়া বাকি !
তাই শকাব্দের পথে যাত্রা শুরু, এ দেহ যবে হবে মাটি...
বুনে দেব আত্মবীজ কঙ্ক্ষিত দাবীতে কোনো এক নব্য ভূতলে,
সেই শাখার নবরূপা ফুল তুমি চিনে নিও সেদিন...
মনেরেখো, সব ঋণ মুছে আমি হব চিরায়ত তোমাতে বিলীন ।



© মৌসুমী চট্টোপাধ্যায়...( অনুলেখা )