...

4 views

আত্মবীজ
যতটুকু পেয়েছি না পাওয়ার চিত্রায়নে অপ্রাপ্তি হলেও,
তারও বেশি পেয়েছি ! যা অপরিমেয় যা অসীম সবটুকু...
বিষাদ যাতনার অনলে চোখ পুড়িয়েছি অহরহ,
গেঁথেছি নির্ঘুম রাত প্রতীক্ষীয়মান বিনি সুতোয়,
তবু দেওয়া হয়নি কিছুই !! অপারগতায়,
অযুত সফেনের ফেনায় ফেনায় বিসর্জিত তারা, ফুল হয়ে ফুটতে পারেনি
বেনামী বসন্তের উদ্দীপিত শাখার দ্বিধান্বিত কন্টক বৃন্তে...
তাই...