বান্ধবী মন
যদি বলি তুমিই সে'ই...
ভঙ্গুর পৃথ্বী হতে এনেছো সরস ভাণ্ড,
সমকক্ষেই রচেছো মোহীন গোধূলিবর্ণা শ্যামপৃথ্বী কমনীয় স্পর্শে !!
আমি এ বিপন্ন সভ্যতার মধ্যাহ্ন বেলায় পেয়েছি তোমায় -
দেখেছি, লহমায় ভেঙেছো দুর্বহ প্রাচীন লৌহ কপাট
মন্থরতার বুকে আকস্মিক জেগে ওঠা যেন...
ভঙ্গুর পৃথ্বী হতে এনেছো সরস ভাণ্ড,
সমকক্ষেই রচেছো মোহীন গোধূলিবর্ণা শ্যামপৃথ্বী কমনীয় স্পর্শে !!
আমি এ বিপন্ন সভ্যতার মধ্যাহ্ন বেলায় পেয়েছি তোমায় -
দেখেছি, লহমায় ভেঙেছো দুর্বহ প্রাচীন লৌহ কপাট
মন্থরতার বুকে আকস্মিক জেগে ওঠা যেন...