...

6 views

বান্ধবী মন
যদি বলি তুমিই সে'ই...
ভঙ্গুর পৃথ্বী হতে এনেছো সরস ভাণ্ড,
সমকক্ষেই রচেছো মোহীন গোধূলিবর্ণা শ্যামপৃথ্বী কমনীয় স্পর্শে !!
আমি এ বিপন্ন সভ্যতার মধ্যাহ্ন বেলায় পেয়েছি তোমায় -
দেখেছি, লহমায় ভেঙেছো দুর্বহ প্রাচীন লৌহ কপাট
মন্থরতার বুকে আকস্মিক জেগে ওঠা যেন প্রানজ্বল গতি তুমি...
কতক নীল মক্ষিকার মতো আস্বাদন করি তোমায় নৈঃশব্দ্যে নিভৃতে -
অবগাহনে তুলি মুঠো মুঠো দুর্লভ স্বর্ণ, মানিক !!
ঐ স্তনের উদগীরণ কারি অমৃতসুধায় আমি তৃপ্ত, সমৃদ্ধ...
হাঁটতে শিখেছি চৌরাস্তার দুর্ভেদ্য জনারণ্যে,
রিক্ত দোয়াতে সহস্র শব্দের আঁকিবুকি তোমার কলমে -
বান্ধবী মন চিরন্তনের তুমি যাদুদন্ডে করো বারি সিঞ্চন,
দুর্গম তাকলামাকানের অবিচ্ছেদ্য দহনে।
© মৌসুমী চট্টোপাধ্যায়...( অনুলেখা )