...

3 views

কাহিনী
কাহিনীটা বেশ তদ্ভবে কিন্তু কিছুটা হলেও শক্ত
পকেটে থাকলেই টাকা গরম হয়ে যায় রক্ত ।
মধ্যবিত্ত পরিবারের ছেলে নামখানা তার পটল ,
বিদেশ খেটে চলত সংসার একেবারে অটল ।
হঠাৎ কি হলো টের পেল না কেউ নাকি মেরেছে বান ,
তন্ত্রবিদরা বোঝেন ব্যাপারটা যাদুবিদ্যার খেলা এ জ্ঞান ।
স্ত্রী ছিল তার অন্তঃসত্ত্বা আর এক মেয়ে ,
এদের মায়া ত্যাগ করে কাকু গেলেন হারিয়ে ;
কাকীমা পড়লেন ফ্যাসাদে কিন্তু কথায় আছে একটা ,
মায়ের মতো হতে পারে না কেউ ভয়ংকর যোদ্ধা !
ব্যস ! কাকিমা নিজের পায়ে দুই সন্তানের করেছে পালন ,
ছোটো কাকুর সঙ্গ পেয়ে কষ্ট হয়তো করেছেন কম ,
কিন্তু তিনি কম খাটেননি নিজের ও দুই মেয়ের জন্য ,
এরকম মা পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যিই তারা কি ধন্য ?
তাদের না আছে আমাদের মতো আড়ম্বর কিন্তু সেক্ষেত্রে কাকি রাখেন না বাকি
অন্য কেউ হলে দিতেই পারবো মিথ্যে কথা বলে ফাকি !
বড়ো মেয়ের বিয়ে ঠিক হয়েছে কত কি পণে দিতে হবে ?
কাকি কি ভাবেন না ওসব কথা ? সর্বদা হাসিখুশি কেন থাকেন তবে !
পিতৃহীন ওই বোনেরা পিতা ছাড়া কি সত্যি খুশি ,
কিন্তু ওদের মুখেই হাসি থাকে সবার চাইতে একটু বেশি !
কাকির ও তো মন চায় বাপের বাড়ি যাবার ,
কিন্তু যাওয়ার সময় কোথায় ? নতুবা ভেস্তে যাবে পরিবার ।
কোনো অসুখ হয়না কাকির রোজ তো দেখি দোকানে
বিধবা ভাতা থেকে পাওয়া দোকান রোজ তো দেখি ওখানে ,
সবার সঙ্গে আনন্দতে বেশ তো থাকেন মেতে ,
কষ্ট ভরা মুখ কখনো পায়নি যেতে আসতে ও পথে !

© Adhir Mahato ( Rahul Starrs )

#rahulstarrsquote #adhirmahato
#writco