...

1 views

কবিতা: অনুনয়
কবিতা: অনুনয়

মা তুমি যারে ভার দিয়েছ
তোমার পুজোর ,রক্ষণের ও
মানব জনমে,

নাই ঠিকানা শাতীর স্তাবক হয়ে
কখন যে কি করি
আপন ভ্রমে!

ধ্বংস ডেকে ও আনতে পারি
নিজের সাথে তোমার জীবনে
মরি শরমে!

হয়ত তুমি সেদিন ও ঘুরবে
এক‌ই গতি একই রীতি
একই বিক্রমে।

হয়তো তুমি ফিরবে নতুন জীবনে
স্মরণ যখন ম্লান হবে
তোমার মরমে।

তবে যাই কর মা মানবজাতির
আত্মঘাতী জন্ম নয় আর
নতুন বিভ্রমে।

**KRN**
18.04.2024.T
Writco:01.05.2024
NB: ছন্দ-5/4/2.