...

1 views

কবিতা: রাজা রামমোহন রায়।
কবিতা: রাজা রামমোহন রায়।

মোহন বাঁশি ছিলনাক হাতে
কিছু যায় আসেনি তাতে
হৃদয়ে বেজেছিল
সমাজের অসুখে
গ্ৰস্ত নিরুপায়
মুমুর্ষু নারীর
বোবা কান্নার
করুণ সুর।
সেই সুরের
মূর্ছনায় ঘুমন্ত সমাজে
জেগে ছিল শুধু
এক বাঙালি বীর,
তৈরী করে- নতুন প্রতিবাদের সুর ,
প্রতিবাদ বদলায় লড়ায়ে
আপন সম্পদ, কলমের ক্ষমতায়
আনে অনিবার্য প্রতিকার
মহান , প্রণম্য রাজা
রামমোহন রায় ।।

**KRN**
25.05.2024.T
Writco: 25.05.2024
(NB: RRMRoy 22.05.1772 to 27.09.1833)
© Don't KR