...

6 views

গলায় দড়ির টানে।।
পাশের বাড়ির বন্ধুটাকে
পড়ছে ভীষণ মনে
মৃত্যু হয়েছে তার নিজের হাতে
গলায় দড়ির টানে।।
ভালোবাসতো এক মেয়েকে সে
শুনেছি, বহুবছর আগে
না পেয়ে তাকে নিজের গলায়
দড়ি দিয়েছে রাগে।।
কদিন ধরেই দেখেছি তাকে
ভুগছিল ডিপ্রেশনে
জানতো কে তখন, মৃত্যু হবে তার
গলায় দড়ির টানে।।
আমরা দুটি বন্ধু ছিলাম
দুটি প্রাণ একসত্ত্বা
গোবেচারাটা ছোট্ট কারণে
করলো আত্মহত্যা!!
ভেবে পাইনা বন্ধুটা কেন
প্রেম করেছিল গোপনে
শেয়ার করলে মরতোনা বোধহয়
গলায় দড়ির টানে।।
বন্ধুটা আর আমি মিলে রোজ
দোকানে খেতাম সিগারেট
আজও তাই ওই সিগারেট হাতে
হয়ে আছি আপসেট।।
আজও মনে পড়ে ওর কথা
সিগারেট নিলে দোকানে
ভাবি, সিগারেটটা তো ভালোই ছিল
মরলো কেন গলায় দড়ির টানে।।
এইভাবে তো কত বন্ধুই
অকালে নিপাত যায়
আর আমরা যারা কাছের বন্ধু
হয়ে পড়ি অসহায়।।
তাই বলি সকল বন্ধুকে আমি
কথা চেপে রেখোনা মনে
আর কারোর মৃত্যু চাইনা
গলায় দড়ির টানে।।