...

6 views

" মৃত গর্ভকেশর "
আমার হৃদ্ পিণ্ডে একখানি মস্ত বড়ো কুঁজ জন্মিয়াছে,
তার ওপর কর্কট পোকার উপদ্রব,
আমায় সুস্থ হতে দিচ্ছে না।
এই ধোঁয়াটে জীবন,
প্রবালের দ্বীপে হতাশার মতন এক গরিমা,
শাঁখের সাদা শরীরে ফোটা ক্ষয়প্রাপ্ত ধূসর গ্রন্থি।
কাস্তের মতন বাঁকা চাঁদ হরিতকীর কাণ্ডে ঝুলে আছে,
হাজার বছর ধরে।
মাছরাঙার দল ডিম ফুটিয়ে চলে যায় পরিযায়ীর মতন।
দেশলাই কাঠি ঘষে অন্ধ কবি হাতড়ে যায় সুখের রন্ধ্র।
স্বপ্নের স্কন্ধে গজায় লেজ;
মাছের পাখনা-
এশিয়ার সভ্যতায় টেরি কাটে।
একটা থুড়থুড়ে নক্ষত্রজাতির গোঁড়ামি সফল হয়;
নোনা স্রোতে ভেসে যায় বেনুনির গিঁট;
ক্রমশ দেহ ঝরে পড়ে খড়ের মত;
স্থাপত্যের শিরদাঁড়ায় নৃতত্ত্ব,
কোনো এক তরুণীর।
ঈশানকোনে ওঠা চাঁদেও সিঁথির গন্ধ।
জলফড়িং এর ডানাসিক্ত প‍্যালেটে-
খটখটে খয়েরি রোদ।
শব্দকঙ্কালে-
তামাটে ঝিনুক।



© সাহিত্যের নায়াগ্রা❤️