...

6 views

" খড়ের নৌকো "
খেজুরের রসে ফোটা মদের গেলাসে চাঁদ ডুবেছে-
আমরণ যন্ত্রনায়।
সূর্য উঠেছে,নক্ষত্র ফুটেছে সদ্যজাত শিশুর চোখের মতো।
তবু,নাড়ির ভিতর জন্মানো ওই হরিণাভ চামড়া-
মহাজাগতিক হ‍্যারিকেনের তাপে গলছে না।
একে একে-
তাকে ছিঁড়ে নিচ্ছে হিংস্র খ্যাকশিয়ালের বিবেক;
আর,শিঙি মাছের ধারালো সামর্থ্য।
এলাচের বাগানে আমার স্বপ্ন ঢাকা আছে।
প্রকৃতির এক বিলিয়ন পরমান্য পান করে আমি তা পূরণ করবো।
লবঙ্গ ফুলে ভরিয়ে দেব বাস্তবের কচি শরীর।
চোখের মণির সাথে হৃদ্ পিণ্ডের সংযোগ ঘটবে-
কল্পনার এক অবিকল ক্যাসেটের মাধ্যমে।



© সাহিত্যের নায়াগ্রা❤️