মা আসছেন, হৃদয়ের সুরে
মা আসছেন, হৃদয়ের সুরে
আকাশ যেন রাঙা মেঘে ঢেকে যায়,
বাতাসে ভেসে আসে ঢাকের বাদ্য,
শিউলি ফুলের সুবাসে মেখে যায়,
পথগুলো আজ যেন মায়ায় জড়ানো।
মা আসছেন, হৃদয়ের সুরে,
আনন্দে মেতে উঠেছে ধরণী,
কষ্টের ভার যেন হালকা হলো,
সবাই মিলে অপেক্ষা, চোখে জলরাশি।
দুর্গা মাকে ঘিরে যে আভা,
তা ছুঁয়ে যায় প্রতিটি প্রাণে,
মহালয়ার মন্ত্রধ্বনিতে ভরে ওঠে,
প্রকৃতি যেন মা'কে অভ্যর্থনা জানাতে ব্যস্ত।
মন্দিরে মন্ত্র উচ্চারণ,
প্রতিমায় রঙের ছোঁয়া,
তুলি বুলিয়ে তৈরি হয় মা,
হৃদয়ের প্রতিচ্ছবি যেন জীবন্ত হয়।
বাড়ির উঠোনে আলপনা আঁকা,
মায়ের পায়ের চিহ্নে ভরে যায় মাটি,
আশীর্বাদ মাখা মা'র আগমনে,
শঙ্খধ্বনি যেন মনে আনে শান্তি।
মা আসছেন, চারদিকে আলো,
আঁধার মুছে দিচ্ছেন তিনি,
আলো-ছায়ার খেলায় মুগ্ধ আমরা,
বিজয়ের কাহিনী মায়ের মুখে ফুটে ওঠে।
প্রতীক্ষার অবসান
কতদিন ধরে প্রতীক্ষা,
কত প্রার্থনা ছিল মনে,
মা দুর্গা আসছেন যেন
সব দুঃখ ভুলিয়ে দিতে।
অশুভ শক্তির বিনাশে,
মা'র অস্ত্র যেন আলোকিত,
তাঁর দশ হাতে পূর্ণ...