...

1 views

বৈচিত্রের মধ্যে ঐক্য
আমার সোনার বাংলায়
আজান শুনে  মায়েরা
বাতি দেয় তুলসী তলায়।
হরি লুটের বাতাস নিয়ে
রাহিম সালাম পালায়।
ঈদের খুশিতে মাতে হিন্দু।
বিজয়াতে মিষ্টি মুখ
করে মুসলিম বন্ধু।
বড়দিনের আনন্দে একই সাথে
  উঠি মেতে সবাই।
কোনো ভেদাভেদ বুঝি না আমরা ভাই।
উৎসব আনন্দে মেতে যাই।
  সব অভাব অভিযোগ দুঃখ ভুলে,
থাকি আমরা আনন্দে সবাই মিলে ।
মিলে মিশে সব রঙ একাকার।
এ দেশ আমার তোমার সবার।
এক বাতাসে শ্বাস নিয়ে  আছি আমরা বেঁচে
এক আকাশে নিচে
মানুষের গড়া ইশ্বর নিয়ে
কি হবে কথা বাড়িয়ে!
ঈশ্বর আল্লাহ যীশু থাকুক মন্দির মসজিদ গির্জায়
এসো বন্ধু হৃদয় বাঁধি ভালোবাসায়।

,,,,


© Manab Mondal