...

4 views

কবিতা: পিতলের ঘড়া।
কবিতা: পিতলের ঘড়া।

ছোট্ট মুখখানি, পেট টি নাদুস নুদুস
কেননা 'ভিতরে ভাল জল'
এই আশা ভরা
পিতলের ঘড়া।

তুমি বড় প্রিয় উপঢৌকন
বিবাহের
তুমি কঠোর ,দামী
ভালবাসায় আবৃত
মা বধু বোনের ।
তবে তুমি ভালবাস ভালবাসায়
বিনিময় জল নেওয়ার
ভালবাসা বিলাও তাই
কঠোর শানে কলতলার।

উপর টা সব সময়
ঘষে মেজে রাখা
করে চকচক
ভিতরটা দেখতে পায়না চোখ
হাত দিয়ে নাই
বোঝার উপায় ,
একমাত্র মা বোন বধুর উপর
অগাধ বিশ্বাস মনের,
প্রগাঢ় ভালবাসা
আর দৃষ্টি ছাড়া
মহান হৃদয়ের।।
**KRN**
05.04.2024.T
Writco: 14.04.2024