অতীত
দূরত্বের জ্বালে, যুদ্ধে আজ, মস্তিষ্ক ও মন!
দিনের শেষে, ভালোবাসাও সেই ক্লান্ত পথিক,
তৃষ্ণার্থ চোখের জল, খোঁজে মানুষ আপন।
শত শত স্মৃতিরা, বিদ্রোহে, ভেঙে...
দিনের শেষে, ভালোবাসাও সেই ক্লান্ত পথিক,
তৃষ্ণার্থ চোখের জল, খোঁজে মানুষ আপন।
শত শত স্মৃতিরা, বিদ্রোহে, ভেঙে...